কিশোরগঞ্জে টিটিসিতে এইচএসসি পরীক্ষার্থীদের স্পেশাল দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্সের উদ্বোধন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৬ পিএম
কিশোরগঞ্জে টিটিসিতে এইচএসসি পরীক্ষার্থীদের স্পেশাল দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্সের উদ্বোধন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কিশোরগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক এইচএসসি  পরীক্ষার্থীদের জন্য স্পেশাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলা সদরের কাটাবাড়িয়াস্থ টিটিসি প্রশিক্ষণ হল রুমে ভার্চুয়ালী সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা  ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া,কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। এতে সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক  গ্রেড-১ সালেহ আহমদ মোজাফফর। 

ভার্চুয়ালী সভায় যুক্ত ছিলেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ জাভেদ রহিম,প্রধান প্রশিক্ষক আজহারুল ইসলাম, প্রশিক্ষক আবু তাহের, প্রশিক্ষক মিজানুর রহমান, প্রশিক্ষক এমদাদুল হক,প্রশিক্ষক শাহরিয়ার রশিদ অন্তর ও আশরাফুল ইসলাম সুমন। 

তিনমাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে কম্পিউটার ও ইলেকট্রনিকেল ব্যাচে ৭০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে