ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি’র উদ্যোগে বুধবার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় পাইলট হাই স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর চরভদ্রাসন বাজার হয়ে উপজেলা পরিষদের সামনে এক সমাবেশ করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা মোঃ শাহজাহান শিকদার, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর ও আলামিন মোল্যা প্রমূখ। এ সময় অন্যান্যর মধ্যে ্উপস্থিত ছিলেন উপজেলা নেতা কেএম ওবায়দুল বারী দীপু, সোহানুর রহমান মৃধা, মঞ্জুরুল হক মৃধা, নুরুজ্জামান মোল্যা, আরমান আলী শিকদার, আব্দুল ওহাব মোল্যা, গোলাম মোস্তফা, শুভ সালাউদ্দিন মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন, কামরুল হাসান ফিরোজ, পিএম কারুল ইসলাম, রহমত দেওয়ান, আঃ কাদের মাষ্টার, ফজলুর রহমান খান ও মোঃ ফারুক হোসেন প্রমূখ।