বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে অপহরণ, জহুরুল ইসলাম সাঈদি গ্রেফতার

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম
বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে অপহরণ, জহুরুল ইসলাম সাঈদি গ্রেফতার

নিজের পরিচালিত মাদরাসার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে ব্যার্থ হয়ে অপহরণ,  বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক করায় ইসলামী বক্তা জহুরুল ইসলাম সাঈদি (৪১) কে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে গাবতলী মডেল থানার পুলিশ। পরদিন শুক্রবার (০৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ি গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা, থানায় এজাহারে বলেছন, তার মেয়ে বগুড়া ঠনঠনিয়া নামকস্থানে আল ওহি ন্যাশনাল মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ালেখা করে। ওই মাদরাসার পরিচালক জহুরুল ইসলাম বিভিন্ন সময় মেয়েকে উত্যাক্ত ও বিয়ের প্রলোভন দিত।

আগষ্ট মাসের ৩০ তারিখে উক্ত  শিক্ষার্থী তার নানার বাড়ী গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ভাঙ্গীরপাড়া বেড়াতে আসে, ওইদিন বিকেল ৩ টায় ফিরে যাওয়ার সময় নিখোঁজ হয়। এ সংক্রান্ত গাবতলী মডেল  থানায় একটি  জিডি করে ওই শিক্ষার্থীর মা। পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার জেলার সাবগ্রাম এলাকা হতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার কেরে।

১ সেপ্টেম্বর থানায় মামলা হওয়ার ৪ দিন পর, বৃহস্পতিবার দিবাগত রাতে আল ওহি ন্যাশনাল মাদসার পরিচালক জহুরুল ইসলাম সাঈদিকে শাজাহানপুর এলাকা তার বাড়ি থেকে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম। সে একজন ইসলামী বক্তা বলে জানাগেছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক বলেন, নিজ মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক করার অপরাধে, জহুরুল ইসলাম সাঈদির বিরুদ্ধে থানায় নারী ও শিশু  নির্যাতন আইনে মামলা হয়েছে।  তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে