ভোলার তজুমদ্দিন উপজেলায় বিষাক্ত সাঁপের কামড়ে মোঃ অজিউল্লাহ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড শিবপুর গ্রামের হাবিবুল্লা বাড়ির মৃত আলী মিয়ার ছেলে।
পারিবারিক সুত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে অজিউল্লাহ নিজ বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন বলেন, উপজেলা পর্যায়ে সাঁপে কাটা রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে স্থানান—রিত করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।