মাধবপুরে এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫, ০২:০০ পিএম | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০২:০০ পিএম
মাধবপুরে এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ পংকজ উরাং নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার ইলু উরাং’র ছেলে।

উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই জয় পাল বৃহস্পতিবার ভোররাতে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার পংকজ উরাং(পাষাণ)এর ঘরে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে। থানার অফিসার ইনাচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা জানান এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।