জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনধিকার প্রবেশ, স্থানীয়দের প্রতিবাদে পিছু হটেছে

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ পিএম
জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনধিকার প্রবেশ, স্থানীয়দের প্রতিবাদে পিছু হটেছে

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কিছু স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিএসএফ সদস্যরা পরে পিছু হটে যায়।

রোববার (২ নভেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। তারা কয়েকটি স্থাপনা ভেঙে ফেলার চেষ্টা করে। ঘটনাটি জানার পর বিজিবি সদস্যরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে কড়া প্রতিবাদ জানায়।”

তিনি আরও বলেন, “বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতীয় সীমান্তে ফিরে যায়। আমরা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।” ঘটনার পর বর্তমানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফ সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের বেড়া অতিক্রম করে কয়েক গজ ভেতরে প্রবেশ করেন এবং কিছু স্থাপনা ভাঙচুরের চেষ্টা করেন। এসময় গ্রামবাসী প্রতিবাদ জানালে তারা কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আপনার জেলার সংবাদ পড়তে