অধিকার ও দায়িত্ববোধ থেকে জাতীয় ঐক্য গড়ে তুলে স্বৈরাচার হাসিনা সরকারের মেগা প্রকল্পের দূর্নীতির বিচার এদেশের মাটিতেই হবে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বিগত সরকার গুম, হত্যা, মিথ্যা মামলাসহ এদেশের কোটি কোটি মানুষের প্রতি যে অন্যায় করেছে তার প্রত্যক্ষ বিচার প্রচলিত আইনেই করা হবে” -বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ ডাকবাংলো চত্ত্বরে অনুষ্ঠিত নবাবগঞ্জ বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। দিনাজপুর জেলা বিএনপি’র সহসভাপতি ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সুধী সমাবেশে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির বলিষ্ঠ নেতা মকবুলার রহমান গোর্কী, জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহসহ অংশগ্রহনকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় উপজেলার সকল স্তরের শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তিযোদ্ধা.বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ব্যবসায়ীগণ অংশগ্রহন করেন।