দিনাজপুরের হিলি বন্দরের ফোরলেন রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। জেলা প্রশাসক ফোরলেন রাস্তার কাজের অগ্রগতির ব্যাপারে খোঁজ খবর নেন। এ সময় দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর থানার ওসি ( তদন্ত) জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।