ফজলুল হক মিলন

মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ পিএম
মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিলো, ১৬ ডিসেম্বর তার চূড়ান্ত বিজয় অর্জন করে ছিলাম। এজন্য এদিনটি আমাদের কাছে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। একই সঙ্গে এদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা তার রোগমুক্তির জন্য পরম করুনাময় আল্লাহতালার কাছে দোয়া চাইছি। আমরা আশা করছি, আমাদের নেতা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন। তার দেশে আসা যেন গণতন্ত্রের সংগ্রাম-লড়াইকে আরও বেগমবান করে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক, গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এ সব বলেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে জড়ো হয়। পরে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক, গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক, গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ মৃধা, মনিরুজ্জামান খান লাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, সদস্য রুহুল আমিন মোল্লা ও মো. মোফাজ্জল হোসেন মোমেন প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জেড এ জোবায়ের আহমেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল আকন্দ, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল দর্জি, সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম, উপজেলা জাসাস সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, আহবায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকার, পৌর যুবদলের সভাপতি কায়েস ইসলাম রনি, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত সহ দলীয় অঙ্গ সংগঠনের প্রায় দশ হাজারের অধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে