বিরল শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট এর নির্বাচন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:৪১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
বিরল শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট এর নির্বাচন

বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২১ তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সেক্রেটারী মোঃ একরাম হোসেন তালুকদার, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান চৌধুরী, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, কালব্ এর জেলা ব্যাবস্থাপক অরুন কুমার বক্তব্য রাখেন। কালব্ উপজেলা ব্যবস্থাপক বিশ্বনাথ রায় ও বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ট্রেজারার মোঃ মঞ্জুর হোসেন এর সহযোগিতায় সভার সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সেক্রেটারী মোঃ হাসান আলী। এর আগে সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যদের ভোটে ব্যালটের মাধ্যমে প্রয়োগকৃত ভোটে চেয়ারম্যান পদে মোঃ জুলফিকার আলী, ভাইস চেয়ারম্যান পদে সুমন কুমার রায়, সেক্রেটারী পদে মোঃ ছামিদার রহমান,  ট্রেজারার পদে মোঃ মিজানুর রহমান ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ডিরেক্টর পদে মোহাম্মদ লিয়াকত আলী ও মোঃ আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে