ইনসাফ ও নিরাপদ ফরিদপুর-৪ গড়তে চান মুজাহিদ বেগ

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
ইনসাফ ও নিরাপদ ফরিদপুর-৪ গড়তে চান মুজাহিদ বেগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফদিপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনকে ইনসাফ ও একটি নিরাপদ কল্যানমুখী মডেল আসন গড়ার ঘোষনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। শুক্রবার বিকেলে চরভদ্রাসন উপজেলার তেইলী ডাঙ্গী গ্রামে তার নিজ বাড়ীতে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বলেন, স্বাধীনতা পরবর্তি বাংলাদেশে এই প্রথম চরভদ্রাসন উপজেলার বেগ পরিবারের একজন সন্তান জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করতে চলেছেন। তিনি বলেন, আমি অত্র আসনের ইউনিয়নের পর ইউনিয়ন, গ্রামের পর গ্রাম দিনরাত মাঠ চোষে বেড়াচ্ছি শুধুমাত্র এলাকার ভাগ্য পরিবর্তনের জন্য। আমার বাপ দাদা ও আমরা নয় ভাই দীর্ঘকাল ধরে এলাকার স্বাস্থ্য, শিক্ষা, মসজিদ মাদরাসা ও যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে খেলাধুলায় উৎসাহিত করার জন্য বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করে চলেছি। তিনি বলেন, আমার মনে হয়, ফরিদপুরে আমি একমাত্র প্রার্থী যে এমপি নির্বাচন করার আগেই বহুকাল ধরে এলাকার কল্যানে বহু স্কুল কলেজ, মসজিদ মাদরাসা ও হসপিটাল গড়ে বীনামূল্যে সেবা দিয়ে চলেছি। মুজাহিদ বেগের পিতামাতার নামে আনোয়ারা-মান্নান বেগ কলেজ থেকে এ বছর শতভাগ পাশ করে সাফল্য অর্জন করেছে। উক্ত কলেজের সমস্ত শিক্ষার্থীর থাকা খাওয়া বই পুস্তক বীনামূল্যে সরবরাহ করা হয়েছে। উক্ত প্রার্থীর বগ ভাই চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মহসিন বেগ চক্ষু ক্যাম্প গড়ে এ পর্যন্ত এলাকার ৩৭ হাজার রুগীর ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। 

তিনি বলেন, অত্র এলাকার শিক্ষা ব্যাবস্থা উন্নয়নের জন্য এবং উচ্চ শিক্ষার জন্য আমরা যুগের পর যুগ ধরে ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তি দিয়ে চলেছি। যার কারনে চরাঞ্চলের মানুষগুলো শিক্ষা ব্যাবস্থাকে হাতের নাগালে পেয়ে উপকৃত হয়েছেন। আর এলাকাবাসীর জন্য আমরা এসব করে চলেছি রাজনীতির বাইরে থেকে। স্বাধূনতা পরবর্তি এ পর্যন্ত বেগ পরিবার কোনো রাজনীতির সাথে সম্পৃক্তকা নেই। 

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আমি একজন স্থপতি। আমার জীবনের আয়ের একটা বড় অংশ ফরিদপুরের যুবকদের কল্যানে ব্যায় করে চলেছি। তিনি ফরিদপুরে একটি সুন্দর যুবসমাজ গড়তে চান। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য তিনি যুবকদের মাঠে আনা ও মসজিদে আনার জন্য কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় মুজাহিদ বেগ এ বছরও প্রায় আড়াইশো খেলার মাঠ সংস্কার করেছেন এবং হাজার হাজার যুবকদের জার্সি ও ফুটবল হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, যুব সমাজই আমাদের সম্পদ। যুগে যুগে যত বিপ্লব হয়েছে তা যুবকরাই ঘটিয়েছে। তাই যুবকদের প্রতি যত্নশীল হয়ে তিনি ফরিদপুর-৪ কে একটি মডেল আসন গড়তে চান। তিনি হৃদয় দিয়ে এলাকায় মাদক নির্মূলে যুদ্ধ ঘোষনা করে বলেন, যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে মসজিদ ও খেলার মাঠে ঢোকাতে হবে।

তিনি বলেন, ফরিদপুর-৪ আমার বাপ দাদা জ্ঞাতি গোষ্ঠির জন্ম। তাই আমার জন্মভুমি আমার চেয়ে অন্য লোক বেশী ভালোবাসবে এ আমা করা বোকামির শামিল। তাই নিজ এলাকা হিসেবে তিনি হৃদয় উজাড় করা ভালোবাসা নিয়ে তিনি ফরিদপুর-৪ কে একটি নিরাপদ ও ইনসাফের আসন হিসেবে গড়তে চান বলে স্থানীয় সাংবাদিকদের জানান। এ সময় এলাকার অনেক গন্যমান্য নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে