বেগমগঞ্জে জেএসডি মনোনীত প্রার্থী সিরাজ মিয়ার মনোনয়ন পএ দাখিল

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৬ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৬ পিএম
বেগমগঞ্জে জেএসডি মনোনীত প্রার্থী সিরাজ মিয়ার মনোনয়ন পএ দাখিল

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি মনোনীত নোয়াখালী- ৩ (বেগমগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী (তারা মার্কা) নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া মনোনয়ন পএ দাখিল করেছে। সোমবার  দুপুরে  বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমানের কাছে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক ও আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর রহমান, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান,  সিরাজুল আলম খান সেন্টার নোয়াখালী জেলার সভাপতি আবুল কালাম আজাদ ও জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  দেলোয়ার হোসেন স্বপন। 

তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডির সভাপতি আসম আব্দুর রব মহান স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করেছেন। তিনি একজন খাঁটি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। তাই তার দলের একজন কর্মী হিসেবে আমি আমার নির্বাচনী এলাকায় বিজয়ী হয়ে সকলের অধিকার প্রতিষ্ঠায় সব সময় ভূমিকা পালন করার প্রত্যয় করছি। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়।

আপনার জেলার সংবাদ পড়তে