খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জুড়ে শোক, গায়েবানা জানাজা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জুড়ে শোক, গায়েবানা জানাজা

বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই।মঙ্গলবার(৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের ন্যায় চাঁদপুর জুড়েও শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর চাঁদপুর  জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত,  দোয়া মাহফিল ও শোক বইতে স্বাক্ষর  অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে গায়েবেনা জানাযার আয়োজন করা হয়। 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চাঁদপুর জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে থেকে চাঁদপুর জেলা  বিএনপির কার্যালয়ে কুরআন খানি ও মরহুমার রুহের মাগফিরাত কামনায়  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর -৩ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী। 

জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দীন খান বাবুল,পুরো বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সহ সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ কাদির বেপারী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,  সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,বিএনপি নেতা হুমায়ুন হুমা,শরীফ খান, জেলা ওলামা দলের 

সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃর্ধা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।এরপর 

 আনুষ্ঠানিকভাবে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়। আগামী ৭দিন শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া শোকের প্রতীক হিসেবে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন চাঁদপুর জেলা বিএনপি, তার আওতাধীন সকল ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,বাংলাদেশের অভিভাবক ছিলেন  দেশনেত্রী বেগম খালেদা জিয়া।ওনি দেশের জন্য যা করে দিয়ে গেছেন আমরা এরকম মানুষ আগামীতে পাব কিনা আল্লাহ জানে।সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন।

আপনার জেলার সংবাদ পড়তে