কমলগঞ্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৪০ পিএম
কমলগঞ্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকার শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা বিয়ের কাবিনের প্রাপ্ত জমিতে প্রতিষ্ঠিত বিদ্যালয় হতে অবসর গ্রহণ উপলক্ষে  মঙ্গলবার (০৬ জানয়ারী,২০২৬) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মবশ্বির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লেখক ও গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে এবং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশায়েদ আলীর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুমা ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগম প্রমুখ।   উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা তাঁর বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন তিনি নিষ্ঠার সঙ্গে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে