শ্রীমঙ্গলে মিলনায়তনের শুভ উদ্বোধন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০২:১৮ পিএম
শ্রীমঙ্গলে মিলনায়তনের শুভ উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও মিলনায়তনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় নির্মিত এ আধুনিক স্থাপনার উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। শ্রীমঙ্গল উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন খান জানান, উদ্বোধনকৃত ভবনটি উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) ুইইউসিপি এর আওতায় নির্মিত হয়েছে। এতে রয়েছে ৬ তলা ফাউন্ডেশনের ওপর ৪ তলা প্রশাসনিক ভবন। আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন মিলনায়তন, উন্নত সভাকক্ষ, অফিস কক্ষ ও জনসেবামূলক অবকাঠামো। তিনি আরো জানান, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা, আর চুক্তিমূল্য নির্ধারিত হয় প্রায় ৭ কোটি ৪৫ লাখ টাকা। কাজের অগ্রগতি বর্তমানে ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। কাজটি বাস্তবায়ন করে উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল এবং কারিগরি তত্ত্বাবধানে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ সম্পন্ন করে মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, উপজেলা পর্যায়ে আধুনিক প্রশাসনিক অবকাঠামো গড়ে ওঠার ফলে সেবা প্রদান আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে। জনগণ সরাসরি এর সুফল পাবে।” জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল বলেন, “শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই আধুনিক ভবন ও মিলনায়তন প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, এই ভবনের মাধ্যমে উপজেলা প্রশাসনের কর্মপরিবেশ যেমন উন্নত হবে, তেমনি সাধারণ মানুষ আরও সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের প্রত্যাশিত এ ভবন উদ্বোধনের মাধ্যমে শ্রীমঙ্গলের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং বিভিন্ন সভা-সেমিনার ও সামাজিক আয়োজন সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।