ফরিদপুরের চরভদ্রান উপজেলা পরিষদের দক্ষিন পাশে বাবু সরদারের কড়াত মিলের বড় বড় গাছের গুড়ি রাস্তার ধারে ফেলে যানবাহন চলাচলের বিঘ্ন ঘটানোর দায়ে নগদ ২ হাজার টাকা জরিমানা আদয় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে। এ ভ্রাম্যমান আদালত অভিযানের অন্যারা হলেন-মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি ও তিন পুলিশ কনস্টেবল প্রমূখ। জানা যায়, উপজেলার বিভিন্ন কড়াত মিলের বড় বড় গাছের গুড়ি মেইন সড়কের ধারে স্তুপ করে রাখার ফলে প্রতিনয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে জন যাতায়াত বিঘ্ন ঘটছে। তাই বুধবার উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) । তিনি উপজেলা সদরে মোল্যা ‘স’ মিলের মালিক বাবু সরদারের কাছ থেকে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ ধারায় যান চলাচল বিঘ্ন ঘটানোর দায়ে উক্ত জরিমানা ধার্য করা হয় বলে জানা যায়।