রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

এফএনএস অনলাইন:
| আপডেট: ৮ জানুয়ারী, ২০২৬, ০১:০৭ এএম | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০১:০৭ এএম
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মার্কেটের পেছেনে স্টার হোটেলের ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় বসুন্ধরা সিটি শপিং মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

জানা গেছে মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি সাহপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

এ ঘটনার প্রতিবাদে রাতে  কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ হয়। 

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোসাব্বিরকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল। এ ঘটনায় সুফিয়ান বেপারি মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে