কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদকে সংবর্ধনা

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম
কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদকে সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে হাজেরা ভানু চৌধুরী কিন্ডার গার্ডেন স্কুলের ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরউদ্দিন চৌধুরীর স্ব-দেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘিরপাড় বাজারে হাজেরা ভানু চৌধুরী কিন্ডার গার্ডেন স্কুলের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। হাজেরা ভানু চৌধুরী কিন্ডার গার্ডেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী লেখক ও শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরউদ্দিন চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অন্তরা রানী নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক আব্দুল হান্নান চিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নৃপেন্দ্র কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক হারিছ মিয়া, সমাজসেবক মো. আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শমশের আলী, এডভোকেট বয়তুল হক চৌধুরী, মাওলানা সাইদুর রহমান, প্রভাষক শামু আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ।