কাপাসিয়ার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:০৬ পিএম
কাপাসিয়ার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  দোয়া
বিএনপির চেয়ারপার্সন বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শনিবার দিনব্যাপী বিভিন্ন মসজিদ-মাদরাসায় কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণি মার্কেট সংলগ্ন মাঠে বিকালে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। এতে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শামসুল হুদার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ মামুন, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান সরকার তপন, সাবেক সভাপতি মঈনুল হক সারোয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, কড়িহাতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারভীন সুলতানা, সনমানিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি দিল আফরোজ ডালিয়া প্রমুখ। এছাড়া সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন বিএসসি, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, অধ্যাপক মোঃ ইছহাক, মিজানুর রহমান মেম্বার প্রমুখ। এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ আ স ম হান্নান শাহ্ ও সহধর্মিণী, স্থানীয় নেতা রফিকুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্কারী মোঃ কাওছার আহমেদ। শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে