কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৯নং মাইজচর ইউনিয়ন পরিষদে অনেক জল্পনা কল্পনার পর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এরশাদ শিকদারকে ৫ জানুয়ারি নতুন প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারী করে এই প্রশাসক নিয়োগ দেন। ৯নং মাইজচর ইউনিয়ন পরিষদের প্রশাসক, মোঃ এরশাদ উদ্দিন শিকদার বলেন, এই পরিষদকে জনসেবা কার্যক্রম গতিশীল ও জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে তিনি কাজ করবেন। জানা যায় ৯নং মাইজচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাবারক মিয়া দীর্ঘদিন যাবৎ কর্মস্থলে অনুপস্থিত থাকায় অত্র ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা ব্যহত হচ্ছে। ইউনিয়ন পরিষদের কাজ সচল রাখার জন্য জেলা প্রশাসন নতুন ভাবে প্রশাসক নিয়োগ দেওয়ার কারণে প্রশাসনিক কাজ পরিচালনা সুন্দর হবে বলে জানা গেছে। অত্র ইউনিয়ন পরিষদের জনগণ বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে নির্বাচিত চেয়ারম্যান তাবারক মিয়াজী এলাকার উন্নয়ন তেমন কিছু করতে পারেনি। তার সময়কালীন সময়ে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন কাজ এই ইউনিয়নে হয়েছে বলে জনগণের অভিযোগ। অত্র ইউনিয়নটির কাজ স্বাভাবিক রাখার জন্য এই প্রশাসক নিয়োগ দেওয়া হয়।