২০ বছর পর আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:০৬ পিএম
২০ বছর পর আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান
ছবি, সংগৃহিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি জনসভা করবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করারা কথা রয়েছে। পরে বিকেল সাড়ে ৪টায় রংপরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে তারেক রহমানের রংপুরে নির্বাচনী জনসভা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব। এরপর তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী মো. সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম, রংপুর-১ আসনের বিএনপির প্রার্থী মোকাররম হোসেন, রংপুর-২ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার, রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (ভরসা), রংপর-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম রব্বানী।

সংবাদ সম্মেলনে আসাদুল হাবিব বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর রংপুরের মাটিতে তারেক রহমান আসছেন। এ আনন্দের সংবাদ যখন রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, ভোটার ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ আমরা লক্ষ করছি। আমরা মনে করি, এ জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

আসাদুল হাবিব আরও বলেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। আগামীকালের জনসভার মধ্য দিয়ে এ জাগরণের বহিঃপ্রকাশ ঘটবে। এ জনসভা যদিও এক দিনের প্রস্তুতিতে আমাদের করতে হচ্ছে, কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এ জনসভাস্থল ছেড়ে গোটা রংপুর শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশে রংপুর বিভাগের ৩১টি নির্বাচনি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে নেতাকর্মীরা আসবেন।