বিরলের মুকলিশপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার আনুমানিক সকাল হতে দুপুরের যে কোন সময় মলত্যাগের পর জলাধারে (নালায়) পানি নিতে এসে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজনসহ উপস্থিত এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা প্রকাশ করেছে। সে উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের মুকলিশপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শুকুর মোহাম্মদ এর ছেলে আমিনুল ইসলাম (৫৮) বলে থানা পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখাকালীন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান ছিল।