বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ এর ছোট ভাই এবং বিরল উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল এর জানাযা ও দাফন সম্পন্ন। বৃহস্পতিবার রাতে হৃদ রোগাক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনিসটিটিউটে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। শুক্রবার সকাল ১০ টায় বিরল উপজেলার ০৭ নং বিজোড়া ইউনিয়নের দোগাছি গ্রামে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়। তাঁর জানাযা ও দাফন কার্য্যে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খিসহ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অবঃ) একে এম আফজালুল আনাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ রেদওয়ানুল কারীম রাবিদ, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলামসহ বিএনপি, অংগসহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবীসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।