নতুন পাঠ্যপুস্তকে জুলাই-আগষ্টের ইতিহাস লেখা থাকবে

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
নতুন পাঠ্যপুস্তকে জুলাই-আগষ্টের ইতিহাস লেখা থাকবে

২০২৪-এ আমাদের একটা নতুন ইতিহাস তৈরী হলো, আবু সাঈদের শাহাদত বরণের পরেই আন্দোলন অন্য মাত্রা নিয়েছে, আমাদের এই পরিবর্তন ঘটেছে, সে জন্য আবু সাঈদের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। গতকাল রোববার বিকেলে আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে এসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এসব কথা বলেন।  উপদেষ্টা বলেন, আমরা এসেছি শ্রদ্ধা জানাতে এবং পরিবারের সাথে দুঃখের ভাগ নিতে, আর্থিক সহায়তাসহ যদিও বিভিন্ন ভাবে তাদের সহযোগিতার চেষ্টা চলছে, এতে পরিবারের কষ্ট সমাধান হবে না, হারিয়ে ফেলা মানুষের বিকল্প অন্য কিছু হয় না, এই কষ্ট দুর করার সাধ্য কারও নেই, এটা সবার আয়ত্বের বাইরে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যে কোন পরিবর্তনের দুইটা পর্যায় আছে, প্রথম পর্যায় হচ্ছে পুরানটাকে ভাঙ্গা, দ্বিতীয় পর্যায় হচ্ছে নতুন করে গড়া। তরুনদের আহবান জানাবো তারা প্রথম পর্যায়ে সফল হয়েছে, দ্বিতীয় পর্যায়ে সফল হতে হলে তাদের গড়ার কাজে মন দিতে হবে, এখন আর ভাঙ্গার প্রয়োজন নেই, ভাঙ্গার কাজে মন দিলে মূল উদ্দেশ্য সফল হবে না, আমাদের মূল উদ্দেশ্যে ভালো একটি বাংলাদেশ গড়া। সেই কাজে সবাইকে মন দিতে হবে। অপর প্রশ্নের জবাবে বলেন,পাঠ্যপুস্তক ছাপা হলেই বুঝবেন,দেখতে পাবেন, জুলাই-আগষ্টের ইতিহাস লেখা আকারে, ছবি আকারে আসবে। এ সময় অতিরিক্ত সচিব আতিকুর রহমান,রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে