কুড়িগ্রামের চিলমারীতে উত্তরবঙ্গের কৃষক মহাসমাবেশ উপজেলার জোড়গাছ বাজার এলাকায় শফিউল আলম রাজা স্টেডিয়ামে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গোটা উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন তোরণ, মঞ্চ তৈরি, মাঠে মাটি ভরাট, প্রচারের জন্য মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ চলছে। কৃষক মহাসমাবেশের উদ্বোধক অন্তবর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক, প্রধান আলোচক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, স্বাগত বক্তা রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের কারাবন্দি নেতা কনক রহমান এবং স্থানীয় আগত কৃষক নেতাদের বক্তব্য দেয়ার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশের বাস্তবায়ন কমিটির আহবায়ক নাহিদ হাসান নলেজ। আহবায়ক নাহিদ হাসান নলেজ বলেন, কৃষক মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।