গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালাস

বাজিতপুরে ১২ দলীয় জোটের আনন্দ মিছিল ও সমাবেশ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
বাজিতপুরে ১২ দলীয় জোটের আনন্দ মিছিল ও সমাবেশ

২১শে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতা কর্মীরা খালাস পাওয়ায় গতকাল সোমবার সকাল ১১টার দিকে আনন্দ মিছিল করেছে ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদার কর্মী সমর্থক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদার আয়োজনে মিছিলটি বাজিতপুর পৌরসভা সহ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। মিছিল শেষে জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শাহ আলমের নির্দিশে পথ সভায় বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা যুব দলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আশরাফুল ইসলাম সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক তানভীরুল হক সোহেল, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন। তারা বলেন, সত্যের বিজয় হয়েছে। বিগত ফ্যাসিবাদি সরকার একনায়কতন্ত্র কায়েম করার উদ্দেশ্যে তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মীদেরকে সাজা প্রদান করে কারাগারে রাখার ঘটনা ও সাজিয়ে ছিলেন। তারেক রহমান অচিরেই দেশে আসবেন বলে উল্লেখ্য করেন। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে