বাজিতপুরে জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৪:২১ পিএম
বাজিতপুরে জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে লোকমান মিয়া গং ও মান্নান মিয়া গং দের মাঝে বাড়ির জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ গুরুতর আহত হয়েছেন ৫ জন। আহতের মধ্যে ২ জন কে বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হলে জিল্লু মিয়া (৪০) নাছিমা আক্তার (৩৫) লোকমান মিয়া (৪৫), পারভেজ মিয়া (৫৬) ও পারভিন আক্তার (৪৫)। এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান মিয়া ও মান্নান মিয়া গং দের মাঝে গত কয়েক বছর ধরে বাড়ির জায়গা নিয়ে ঝামেলা হয়ে আসছে। মান্নান মিয়া দাবি করেন, লোকমান মিয়ার লোক জন তার বাড়ি ঘর কুপায় এবং তার বসত ঘরের সুকেজ ভেঙ্গে ফেলেছে। লোকমান মিয়ার দাবি করেন, মান্নান মিয়ার লোকজন নাছিমা আক্তার ও জিল্লু মিয়া কে লোহার রড দিয়ে আঘাত করেছে বলে উল্লেখ করেন। এ বিষয়ে গত কাল শুক্রবার সকালে উভয় পক্ষই বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে