ক্যাপ্টেনস মিট ছাড়াই আয়োজিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেকোনো আইসিসি ইভেন্টের আগে সব অধিনায়ককে নিয়ে একটি আয়োজন থাকলেও ভারত-পাকিস্তান বৈরিতার জেরে তা হচ্ছে না। এছাড়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অধিনায়ককে নিয়েও ছিল সংশয়। বিষয়টি নিশ্চিত করেছে বেশ কিছু গণমাধ্যম। এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপের মতো বহুজাতিক টুর্নামেন্টগুলোতে ক্যাপ্টেনস ডে বা ক্যাপ্টেনস মিট অন্যতম আকর্ষণীয় এক অনুষ্ঠান। টুর্নামেন্টে সব দলের অধিনায়ক যেমন একত্রিত হন, ট্রফির সাথে তোলেন ছবিও। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানও চেয়েছিল এই অনুষ্ঠান আয়োজন করতে। তবে ঝামেলা বেঁধেছে আসর শুরুর আগে সব দলের অধিনায়ককে একসাথে পাওয়া নিয়ে। প্রথমত রোহিত শর্মা পাকিস্তানে যেতে চাইছেন না। এদিকে ইংল্যান্ড দল পাকিস্তানে যাবে ১৮ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া যাবে ১৯ তারিখ। টুর্নামেন্ট শুরুর আগে তাই এই দুই দলের অধিনায়কও থাকবেন না পাকিস্তানে। এছাড়া প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে হওয়ায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দলও তখন থাকবে পাকিস্তানের বাইরে, যাদের প্রথম ম্যাচ দুবাইয়ে। সব মিলে ক্যাপ্টেনস মিট ছাড়াই হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানও এবার থাকছে না। অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে এমন কোনো ঘোষণাও পিসিবি বা আইসিসির তরফ থেকে দেওয়া হয়নি।তবে উদ্বোধনী ম্যাচের আগে থাকবে জমকালো আয়োজন।