বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির দুই পক্ষের বিরোধ নিয়ে টানটান উত্তেজনা সৃষ্টি হওয়ায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সহ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় নির্ধারিত আনন্দ মিছিল স্থগিত করা হয়েছে। তথ্যসূত্রে প্রকাশ, উপজেলা বিএনপির আয়োজনে বিকাল সাড়ে চারটায় বিশাল এক আনন্দ মিছিল গোডাউন মোড় হতে কে আর কলেজ মাঠ অভিমুখে যাত্রা করে। মিছিলটি মোল্লাহাট বাজার চৌরঙ্গী পর্যন্ত গেলে ১৪৪ ধারা জারির মাধ্যমে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী যৌথ বাহিনীর সহায়তায় বাধা প্রদান করেন। এরপর ওই স্থানে সংক্ষিপ্ত আলোচনা করে মিছিলটি ফিরে যায় শুরুর স্থল গোডাউন মোড় উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে। সেখানে গিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি সদস্য হারুন আল রশিদের সঞ্চালনায় হাসপাতাল মোড়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এমতাবস্থায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যৌথ বাহিনী গিয়ে ১৪৪ ধারায় তাদের কার্যক্রম বন্ধ করে।