আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাকবসিয়া হাজি মৎস্য সেটের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা জামায়াত নেতা আতাউর রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহিদুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মফিজুল ইসলাম শারাফাত।