আপাতত বন্ধ হচ্ছে না ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল

এফএনএস বিনোদন : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৮ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
আপাতত বন্ধ হচ্ছে না ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল

দেশের অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ বন্ধের ঘোষণায় যেখানে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছিল, সেখানেই নতুন করে স্বস্তির বাতাস বয়ে এনেছে হল কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তন। এক সপ্তাহ আগে মধুমিতা সিনেমা হল বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এখন আপাতত চালু থাকছে মধুমিতা হল।

মধুমিতার কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ গণমাধ্যমকে জানান, “আমাদের এক রকম সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরে পরিচালনা পর্ষদের সঙ্গে কয়েক দফা আলোচনা করে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আপাতত হল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। যদি ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হবে।”

ইতিপূর্বে নওশাদ জানিয়েছিলেন, হল বন্ধ রাখার কারণে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, যা হল বন্ধের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হয়েছিল। তবে সেই চিন্তা আপাতত সরিয়ে রাখা হয়েছে।

ইফতেখার উদ্দিন নওশাদ আরও বলেন, “কোটি টাকা খরচ করে মধুমিতা হল আধুনিকায়ন করেছি। আশা ছিল পৈতৃক এই ব্যবসাকেই টিকিয়ে রাখব। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরীচিকায় রূপ নিয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, মাল্টিপ্লেক্স গড়ে তোলারও চিন্তা-ভাবনা করেছিলেন এবং ডেভেলপার কোম্পানির সঙ্গেও আলাপ হয়েছিল।

আসন্ন ঈদুল ফিতরে মধুমিতা হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। এ সিনেমা হলে ভালো দর্শক টানতে পারলে মধুমিতার ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন নওশাদ।

১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা হলের উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। সেই থেকে ঢাকার চলচ্চিত্র প্রেমীদের জন্য মধুমিতা একটি স্বপ্নের ঠিকানা হিসেবে পরিচিত। বাংলা সিনেমার স্বর্ণযুগ থেকে শুরু করে আধুনিক সিনেমার অনেক স্মৃতি বহন করছে এই হলটি।

মধুমিতা বন্ধের সম্ভাবনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এই ঐতিহ্যবাহী সিনেমা হলটি চালু রাখার জন্য আহ্বান জানান। কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তনে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও স্বস্তি ফিরে এসেছে।

চলচ্চিত্র বাজারের প্রতিকূলতার মধ্যেও মধুমিতা সিনেমা হলের এই অব্যাহত যাত্রা দেশের সিনেমা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এখন দেখার বিষয়, আসন্ন ঈদে দর্শক সমাগমের মাধ্যমে এই ঐতিহ্যবাহী হল কতটা পুনর্জীবন লাভ করতে পারে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW