ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, টাঙ্গাইল শাখা। সকাল থেকেই প্রেসক্লাবের সামনে সমবেত হতে থাকেন সনাতনী ধর্মের লোকেরা। প্রথমে পুলিশ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করতে বাঁধা দিলেও পরে তারা শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি পায়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শোভন সরকার, হিন্দু সনাতনী জাগরনী মঞ্চের জেলা সমন্বয়ক অভিজিৎ গৌড়, যুগ্ম সমন্বয়ক সম্ভু চক্রবর্তীসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।