নবাবগঞ্জে আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:৫০ এএম
নবাবগঞ্জে আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে নদীতে বালু উত্তোলনের টাকা ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে ছাত্রলীগের তিন কর্মীকে হত্যার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান (মানিক), সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সহসাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল হোসেন। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক মহুবার রহমান। পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার ‘বারুনী মেলা’ থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হন রিমন ইসলাম ও তাঁর দুই বন্ধু কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তাঁরা স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনার পর রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬ আসন) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়। মামলার বাদী রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ভ্যানচালক। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ছোট ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি), যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম সবুজ, দপ্তর সম্পাদক মো. শামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান ওরফে সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, ছাত্রলীগ নেতা জামাল বাদশাসহ ৬৪ জন।

আপনার জেলার সংবাদ পড়তে