নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

এফএনএস (মোঃ আব্দুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৭:৪১ পিএম
নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যেগে এ দিবসটি পালিত হয়।

“আমি কন্যা শিশু-স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ।

বিআরডিবি অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায়  উম্মুক্ত আলোচনায়  বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাইমা আক্তার।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, প্রতিটি কন্যাশিশুই সুন্দর আগামীর স্বপ্ন দেখে। বাস্তবতায় কন্যা শিশুরা এখন স্বপ্ন গড়তে পারে। আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে কন্যা শিশুরা অধিকার বঞ্চিত হচ্ছে। কন্যা শিশুদের সকল ক্ষেত্রে সুবিধা দিলে তারাও দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে, আমাদের সমাজকে এগিয়ে নিতে পারবে। এলক্ষ্যে সকলের সদিচ্ছা ও সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৫টি কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে