তারাগঞ্জে গেটলক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ পিএম
তারাগঞ্জে গেটলক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

তারাগঞ্জ উপজেলায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে গেটলক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুমন (২৫) নিহত ও রহমত আলী (২৬) নামে আরেক আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের নেংটি ছিড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন সৈয়দপুর উপজেলার পূর্ব রসুনখাই গ্রামের লালবাবুর ছেলে। আহত রহমত আলী একই গ্রামের জুবাইদুল মিয়ার ছেলে। তারা দু’জনই তারাগঞ্জের বিলিং লেদার কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে দ্রুতগতির গেটলক বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহত রহমত আলীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে