অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে বললেন,
“প্রতিটি জেলায় এজলাস, বিচারক সংকট খুবই সাধারণ হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলেই এগুলো সমাধানের চেষ্টা করা হবে। বিচারক সংকট আছে, লজিস্টিক সংকট আছে। তবে বিচারক সংকট থাকবে না। আমরা এর সব কিছু দেখার চেষ্টা করবো। আমরা অল্প দিন হলো এসেছি। একটা নিয়োগ দিতেও তো সময় লাগে। কিন্তু আমরা সরকারে থাকতে থাকতেই এসব সমস্যা সমাধান করে ফেলবো।”
পারিবারিক আদালতের মামলা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন,
“পারিবারিক আদালতকে বিচ্ছিন্নভাবে কিছু বলবো না। পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে দিয়ে দেয়া যায় কিনা, সেই ব্যাপারে আমরা অনেকভাবে চিন্তা করছি। সালিশে সমাধান না হলে আদালতে আসবে। এতে করে আদালতের ওপর চাপ কমবে। পারিবারিক আদালতগুলোকে আরও অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বেশি করে কাজে লাগানো যায় কিনা, সেই ব্যাপারে চিন্তা করে দেখছি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে সিদ্ধান্ত নেবো।”