পুরাতনকে বিদায় জানিয়ে নতুন দিনের প্রত্যয়ে সারাদেশের মতো প্রাণের উচ্ছ্বাসে লক্ষ্ণীপুরের রামগতিতে নানা আনন্দ আয়োজনে পালিত হয়েছে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব। সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, সাবেক মেয়র সাহেদ আলী পটু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী লিটন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, এবং এনজিও প্রতিনিধিসহ এলাকার তরুন-তরুনীরা শোভাযাত্রায় অংশগ্রহন করে। শোভাযাত্রাটি উপজেলা সদর আলেকজান্ডারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল বর কনে শাজিয়ে পালকিতে চড়া, তরুন-তরুনীরা রঙ-বেরঙের শাড়ি ও ধুতি পরা, জেলে ও কৃষক। পরে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।