আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে ‘সর্বস্তরের সাধারণ জনগণ, রাজশাহী’র ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভিন টুকটুকি। তিনি বলেন, ‘যারা অতীতে স্বৈরাচারী কায়দায় দমন-পীড়নের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে, আজ তাদের কেন পুনর্বাসনের চেষ্টা চলছে? এ চক্রান্ত গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’ কর্মসূচিতে আরও বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাবিবুর নাহার জাপান, কাটাখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বেদেনা বেগম প্রমুখ।