নওগাঁর পত্নীতলায় বুধবার নজিপুর পাবলিক মাঠে বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো’র আত্নার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।
পত্নীতলা থানা বিএনপি’র আহবায়ক মো. আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং ধামইরহাট-পত্নীতলা আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খাঁন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব মো. বায়েজিত হোসেন পলাশ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ। প্রধান অতিথি সামসুজ্জোহা খাঁন তাঁর বক্তব্যে বলেন, তৃণমুল থেকে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে বিএনপি ও এর কতিপয় অঙ্গ সংগঠনের নেতা লুটপাট ও চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ছে। তিনি এ সকল তৃণমুল নেতাকর্মীদের হুশিয়ার করে দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেছে এটা ভাবার কোন অবকাশ নেই। যারা লুটপাট ও চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপি মানুষের দল। তাই মানুষের ভালোবাসা নিয়ে তাদের মন জয় করতে হবে। এ বিষয়ে তিনি সকল দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন। দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ১০ সহস্রাধিক বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।