সুজানগরে বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (সুজানগর, পাবনা) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ১২:১৭ পিএম : | আপডেট: ২৭ মার্চ, ২০২৫, ১২:২৭ পিএম
সুজানগরে বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বুধবার ‌সুজানগর পৌর বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।‌‌ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, ‌সাবেক উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আরশেদ আলম ও অ্যাডভোকেট আব্দুস সোবহান।‌‌ সাবেক পৌর বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রতন বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সুজাউদ্দিন ও উপজেলা ছাত্রদল নেতা এসএম আফতাব আহমেদ প্রমুখ। ‌ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে