আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে মৎস্য ঘেরের জমি জবর দখল করতে বাঁধ দেওয়া ও হুমকী প্রদানের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার পিরোজপুর গ্রামের আঃ সামাদের -্ত্রী তহমিনা খাতুন ওরফে সালেহা পারভিন গং কাকবাসিয়া মৌজায় ২.৭৬ একর রেকর্ডীয় জমিতে ভোগ দখলে আছেন। তাদের ভাই ড. শিহাব উদ্দীন একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার সুযোগে গত ১০/০২/২৫ তাং কাকবাসিয়া গ্রামের মৃত কেরামত আলী গাজীর ছেলে হাবিবুল্লাহ ওরফে মোবারক ও সাইফুল্লাহ মাছুম বিল্লাহ সন্ত্রাসী স্টাইলে লোকজন নিয়ে তহমিনা দিং এর জমির মধ্য হতে ৯০ শতক জমি জবর দখলের লক্ষ্যে বেড়ী বাঁধ দিতে শুরু করে। প্রায় ২০০ গজ বাঁধের কাজ হওয়ার পর বাধার মুখে কাজ বন্ধ করে দেয়। তহমিনা খাতুন ওরফে সালেহা পারভিন বাদী হয়ে অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় ১৪৫ ধারায় ৩৯৫/২৫ নং মামলা দায়ের করলে আদালতের নির্দেশে থানা পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখতে নোটিশ করেন। এছাড়া বাদী জবর দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আশাশুনি উপজেলা আদালতে সিআর ১১৪/২৫ নং মামলা দায়ের করেছেন। আদালত আশাশুনি থানার ভানপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেছেন। এরপরও প্রতিপক্ষ নানা ভাবে হুমকী ধামকী দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।