আশাশুনিতে আইবিডব্লিউএফ এর আলোচনা ও ইফতার মাহফিল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৫২ পিএম
আশাশুনিতে আইবিডব্লিউএফ এর আলোচনা ও ইফতার মাহফিল

আশাশুনিতে ব্যবসায়ী সংগঠন আইবিডব্লিউএফ এর উদ্যোগে রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ অনুষ্ঠানেন আয়োজন করা হয়। আশাশুনি বাজারের বিভিন্ন পেশার ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিলে উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টুর সভাপতিত্বে ও আইবিডব্লিউএফ আশাশুনি বাজার কমিটির সভাপতি রুহুল আমিন মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, আইবিডাব্লিউএফ এর উপজেলা সেক্রেটারী আবুল খায়ের, প্রচার সম্পাদক আবদুল হান্নান, ব্যবসায়ী মোবারক আলী, আইবিডব্লিউএফ আশাশুনি বাজার কমিটির সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে