কচুয়ায় ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ০৮:০৯ পিএম
কচুয়ায় ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কচুয়া উপজেলার সুপ্ত প্রতিভা অন্বেষণের লক্ষ্যে কচুয়ায় ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ( বুধবার) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী কালচারাল সেন্টার মিলনায়তনে যোগ্য ও নিরপেক্ষ বিচারকদের সহায়তায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী সমমান (ছাত্র ও ছাত্রী পৃথক গ্রুপে) এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী সমমান (ছাত্র ও ছাত্রী পৃথক গ্রুপে) পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত বিষয়ে প্রতিযোগিরা অংশ নেয়। উপজেলায় অবস্থিত প্রাথমিক ও মাধ্যমিক সমমানের (স্কুল/মাদ্রাসা/এতিমখানা/হেফজখানা) শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি গ্রুপে সর্বোচ্চ দুইজন করে অংশগ্রহণ করে। 



পবিত্র মাহে রমজান উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে  দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সরদার জাহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: রাশেদুল আলম, অন্যান্যদের মধ্যে ছিলেন মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন অনুষ্ঠানের ধারাবাহিকতা চলমান থাকবে এবং কচুয়া উপজেলা থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে  কচুয়া উপজেলার মুখ উজ্জ্বল করবে। এ সময় স্থানীয়রা দীর্ঘ কয়েক বছর পর এমন অনুষ্ঠান উপভোগ করতে পেরে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে ধন্যবাদ জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে