কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেলে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছেন বাবা। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাইপাস গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন(২৮) ও তার ৩ বছরের ছেলে আহনাফ ইব্রাহিম।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এস আই) জয়দেব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মটরসাইকেল যোগে কুষ্টিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন একটি বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরিরত আব্দুল কাদের(৩৮)। সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস এলাকায় মটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন।’
হাইওয়ে থানার এই উপপরিদর্শক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।