কমলগঞ্জে ৫ দিনব্যাপী শতভূজা বাসন্তীপূজা ও মেলা শুরু

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম
কমলগঞ্জে ৫ দিনব্যাপী শতভূজা বাসন্তীপূজা ও মেলা শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে ৫ দিনব্যাপী ১৯তম বার্ষিকী শতভূজা  শ্রী শ্রী বাসন্তী পূজা গত বৃহষ্পতিবার (২ এপ্রিল) রাতে শুরু হয়েছে। এ পূজাকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবার ও মেলা বসেছে। ৫ দিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পূজার্চনা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

দেবীপুর সর্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারন সম্পাদক নিতাই পাল জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শ্রীশ্রী বাসন্তী পূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করছেন এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। আগামী ৭ এপ্রিল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এ পূজা সমাপ্ত হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে