মাধবপুরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৩:২৭ পিএম
মাধবপুরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হবিগঞ্জের মাধবপুরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসুচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মাধবপুর ওলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষাভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মেধা চত্ত্বরের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাহ গিয়াসউদ্দিন, সাবেক মেয়র হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন সেলিম, মাওলানা এহতেশাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক কারী নূরউদ্দিন, মাওলানা হাফেজ কেফায়েতউল্লাহ নোমানী, মাওলানা ইসমাইল, মাওলানা মুর্শেদ, মাওলানা নূরুল আমিন আজাদী, মাওলানা হুমায়ুন কবির খাঁ, সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, দীপু, মাসুম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগন গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারন মানুষের ওপর নৃংশস হামলা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিক্ষোভকারিরা প্ল্যাকার্ড,ব্যানার হাতে ফ্রি প্রালেস্টাইন,স্টপ কিলিং ইন গাজাসহ নানা স্লোগান দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে