কমলগঞ্জে ফিলিস্তিনে ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৮:১৭ পিএম
কমলগঞ্জে ফিলিস্তিনে ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে  সোমবার (৭এপ্রিল) বাদ আসর  ভানুগাছ রেলস্টেশন মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্ব ও সেক্রেটারী এড. মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ থানা সভাপতি মাও. আব্দুস সালাম, ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসীম, ওলামা বিভাগের সেক্রেটারী মাও. খায়রুল ইসলাম নিজামী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, মো. মাসুদ আহমদ প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল কমলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাঈলের বর্বরোচিত হামলার বন্ধেন কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান এবং মুসলিম বিশ্বকে ঈসরাঈলী পণ্য বর্জনের আহবান করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে