কলমাকান্দায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ১১:৫৪ এএম
কলমাকান্দায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্ধ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। নির্যাতিত শিশুটির বাড়ি উপজেলার সীমান্ত অঞ্চলে। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত দোকানি নাম হচ্ছে ওয়াহিদ আলী তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের বাসিন্দা।

শিশুটির মা জানান সোমবার সকালে শিশুটি বাড়ির পাশের দোকানে পন্য কিনতে যায়। দোকানদার ঝাপ টেনে তাকে ধর্ষণ করেছে এমন অভিযোগ তুলায়  এলাকার সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। এর আগেও কয়েকবার ভুক্তভোগী শিশুটিকে যৌন নিপীড়ন করেছে ওই দোকানি। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃদ্ধ কে আটক করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় অভিযুক্ত ওই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে