কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৭:১৫ পিএম
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য মনিটরিং এর পাশাপাশি হলুদ মিল ও চালের গুদামে পলিথিন ব্যবহার ও ভেজাল ব্যবহারের কারনে ২টি ব্যবসায়িকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম এ আদালত পরিচালনা করেন।এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন ব্যবসায়িকে ৪ হাজার টাকা অর্থিক জরিমানা আদায় করা হয়।এ সময়ে পাট অধিদপ্তরের পরিদর্শক ফারুক হোসেন অভিযানে সহায়তা করেন।

সহকারি কমিশনার বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমুল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনিয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিত করণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে