কালিয়ায় সূধীজনদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৬:৫২ পিএম
কালিয়ায় সূধীজনদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সুধীজনদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী কালিয়ার বিভিন্ন এলাকায় গ্রাম্য ও দলীয় কোন্দল, সহিংসতা, রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও সংঘটিত সংঘর্ষে দু’টি হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রসাশাক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. এম. আরাফাত হোসেন, নড়াইল অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের মেজর তানজীদ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায়, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম ও নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স, ম, ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপি’র সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারন সম্পাদক সেলিম রেজা ইউসুফ, উপজেলা জামায়াতে ইসলাম এর আমীর তরিকুল ইসলাম, পৌর আমীর মাও. নওসের আলী, নড়াগাতী থানা বিএনপি’র সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, সাংগঠনিক সম্পাদক সারাফত হোসেন, পেড়লী ইউনিয়ন জামায়াতে ইসলাম এর আমীর মাও. বাইজীদ হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ সুধীজনেরা। এ সময় বক্তারা কালিয়া উপজেলায় সাম্প্রতিক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW